
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাটি উপজেলায় আজ বুধবার দিনব্যাপী গণ ময়দান খেলার মাঠে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সমিতি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সমিতি সূত্রে জানা গেছে, শীতকালীন এ ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ৭৪টি মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক ক্রীড়া শিক্ষার্থী ৫৭টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুন কৃষ্ণ পাল। ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অরুন কৃষ্ণ পাল বলেন, শীতকালীন এ ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ৭৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ৫৭টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
শফিকুল ইসলাম
০৫/০২/২০২৫
০১৭৫৬৫৬৮৮৮৮