
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলা শুভ নববর্ষ ১৪৩২ উপলক্ষে আজ সোমবার সকাল ১০.১৫ মিনিটে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও দেওয়ান আকরামুল হকের নেতৃত্বে বাংলা শুভ নববর্ষ ১৪৩২ এ উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয়ের একটি বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে এসে শেষ হয়।
শান্তিপূর্ণভাবে কাজিপুর উপজেলা পরিষদের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম,
কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম, কাজিপুর উপজেলার প্রবীণ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, কাজিপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, কাজিপুর উপজেলা সমবায় কর্মকর্তা খালেদুজ্জামান খান, বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।