
বায়েজিদ হোসেন, বগুড়া ব্যুরো।
বগুড়ার সারিয়াকান্দি বাগবেড় হঠাৎ পাড়া এলাকায় যমুনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে সোমবার (২৮ এপ্রিল) রাতে এক সংঘর্ষে চারজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহতরা হলেন পৌর এলাকার বাগবেড় গ্রামের মেহেদী হাসান (১৬), শাহজাহান সরদার (২২), মোকছেদ সরদার (৩৫) ও আমজাদ মামুন মিয়া (৩৫)। এর মধ্যে মেহেদী হাসান ও শাহজাহান সরদারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকি দু’জন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। জানা যায়, কয়েকদিন ধরেই উপজেলার কালিতলায় গ্রোয়েন বাঁধের দক্ষিণ পাশে যমুনা নদীর চরে রাতের আঁধারে বালু তুলে বিক্রি করছিলেন কিছু বালু ব্যবসায়ী। সোমবার রাত ৯টার দিকে সেখানে বালু উত্তোলনে স্থানীয় জমির মালিকরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় বালু ব্যবসায়ীদের ছুরিকাঘাতে চারজন আহত হন। তাদের সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় মেহেদী হাসান ও শাহজাহান সরদারকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য দুইজন সারিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।