
১৮৮৬ সালের এই ঐতিহাসিক দিনে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার, বিশেষ করে দৈনিক ৮ ঘণ্টা শ্রমের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। তাঁদের আত্মত্যাগ ও আন্দোলনের ফলেই আজ বিশ্বের শ্রমজীবী মানুষ কিছু অধিকার ভোগ করছেন। এই দিনটি কেবল স্মরণ ও শ্রদ্ধার নয়, বরং নতুন করে অধিকার ও মর্যাদার আন্দোলনে শপথ নেওয়ার দিন।
একজন সাংবাদিক হিসেবে আমাদের পেশাগত দায়িত্বের মধ্যে অন্যতম হলো শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হওয়া এবং গণসচেতনতা সৃষ্টি করা। জনমতের শক্তিই পারে শোষণ-বঞ্চনার অবসান ঘটাতে।
আমরা বিশ্বাস করি, শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা ও শ্রমজীবী মানুষের কল্যাণে সাংবাদিক সমাজের অগ্রণী ভূমিকা পালন করা সময়ের দাবী।
শ্রমিক-মালিক ঐক্য গড়ে তুলি, উন্নয়নের শপথ করি।
মো: নুরে ইসলাম মিলন
সভাপতি
জাতীয় সাংবাদিক সংস্থা,
রাজশাহী বিভাগ।