
সংবাদ প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুরে রমরমা জুয়া র আসর বসছে। দীর্ঘদিন ধরে দিব্যি প্রকাশ্যে এই অবৈধ জোচ্চুরি খেলা হলেও পুলিশ জুয়ার আয়োজক ও জুয়াড়িদের বিরুদ্ধে কোন ভূমিকায় রাখে না। চৌগাছার জালাল ও নারায়ণপুরের জসিমের পরিচালনায় আরো কয়েকজন দেখ ভালের দায়িত্বে।
অভিযোগ রয়েছে সাধারণত মাঠ পাড়ায় এই জুয়া খেলা হয়। সকাল ১০ টা থেকে শুরু। রাত অব্দি এই খেলায় কয়েকটি পৃথক গ্রূপে বিভক্ত হয়ে আসর বসায়। দেশের বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা কার, মাইক্রো, মোটরসাইকেল, রিক্সা ভ্যান ও সাইকেলে নারায়ণ পুরে জড় হয়। এরপর তারা তাস জুয়ায় বসে যায়। বোর্ড থেকে টাকা ও উঠানো হয়।
স্থানীয় সুধী জনেরা বলেন, জুয়ায় বহু মানুষ স্বর্বস্বান্ত হচ্ছে। কিন্ত বন্ধে র কোন উদ্বেগ নেই। জুয়া নিয়ে পারিবারিক সংঘাতে বহু পরিবার ভেঙে গেছে। উঠতি যুবকরা লেখাপড়া বাদ দিয়ে জুয়ায় জুটেছে।
স্থানীয় দুইজন বিএনপি নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, এসব অসামাজিক করবারে না জড়াতে দলের নির্দেশনা রয়েছে। তাই ওসবে মাথা ঘামায় না। নইলে সেই হাসিনার আমল থেকে এসব না ফরমেনি জুয়াবাজি চলছে। পুলিশ কিছু বলেনা। এলাকার সাধারণ মানুষ ঝামেলর ভয়ে মুখ বুজে সহ্য করে।
চৌগাছার জালাল, নারায়ণপুরের জসিম ও তাদের লোকজন বলে বেড়ায় পুলিশ জানে। তাদের সাথে চুক্তি আছে। সেই চুক্তিতে নিরাপদে জুয়া খেলা হয়। যদিও নারায়ণপুরের জুয়ার এই বিষয়ে চৌগাছা থানা পুলিশ কোন মন্তব্য করেনি।