সাঘাটায় জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার কমিটি গঠন

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
০৬/০৫/২০২৫ইং, রোজঃ মঙ্গলবার, সময়ঃ রাত ৯টায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার অন্তর্গত সাঘাটা উপজেলার ৩নং সাঘাটা ইউনিয়ন শাখার ৪নং দক্ষিণ সাথালিয়া ওয়ার্ডের হিন্দুপাড়ায় ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও অমুসলিম শাখার কমিটি গঠন করা হয়।

নয়াপাড়া(মাঝিপাড়া) ইউনিট জামায়াতে ইসলামীর সভাপতি- মাওলানা মোঃ শাহিদুল ইসলামের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু করা হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন সাঘাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর টিম সদস্য ও ৪নং ওয়ার্ড সভাপতি- মোঃ আলমগীর হোসেন এবং ইউনিয়ন টিম সদস্য ও সেক্রেটারি মোঃ মজিদুল ইসলাম। সভায় ভিন্ন ধর্মাবলম্বী লোকজন তাদের মতামত তুলে ধরেন। উক্ত সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল সম্প্রদায়ের মানুষের আস্থার ঠিকানা ও নিরাপদ আশ্রয়স্থল। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের লোকজন পরস্পর ভাই-ভাই/ভাই-বোন হিসেবে শান্তিতে বসবাস করবে।

আলোচনা শেষে সাঘাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সকল দায়িত্বশীলের তালিকা নিম্নে দেওয়া হলোঃ-

সভাপতি- শ্রীঃ স্বপন কুমার
সহ-সভাপতি- শ্রীঃ বৃন্দাবন সরকার
সেক্রেটারি- শ্রীঃ মানিক কুমার রবিদাস
সহ-সেক্রেটারি- শ্রীঃ সুজন চন্দ্র
সাংগঠনিক সেক্রেটারি- শ্রীঃ সুনিল রবিদাস
বায়তুলমাল সম্পাদকঃ শ্রীঃ স্বপন চন্দ্র

সম্মানিত কার্যনির্বাহী সদস্য বৃন্দঃ
শ্রীঃ মনিরাম দাস, সুনিল চন্দ্র দাস, ঝরু রাম দাস, ফকিরা চন্দ্র দাস, মৃনাল চন্দ্র দাস, অনিল চন্দ্র দাস, বিনয় চন্দ্র দাস, বিজেন্দ্র দাস, লালবাবু চন্দ্র, ভুট্টু চন্দ্র দাস, রনজিৎ চন্দ্র, নরেস চন্দ্র, আমেন্দ্র দাস, নির্মল দাস-১, কমল চন্দ্র, গোবিন্দ চন্দ্র, নির্মল চন্দ্র-২, সুবল চন্দ্র, লক্ষ্মণ চন্দ্র, সাধন চন্দ্র, মাখন চন্দ্র, নরেন চন্দ্র, পূর্ণ চন্দ্র, বানেস্বর চন্দ্র, বাবু চন্দ্র, সুমন চন্দ্র, বোজেন্দ্র দাস, রতন চন্দ্র দাস, অনাত রাম দাস, নিপেন চন্দ্র, বিশু রাম দাস, হরিপদ চন্দ্র, সনজিদ চন্দ্র, সুপদ চন্দ্র, শান্ত রাম দাস, বিশনু চন্দ্র, নিবারন চন্দ্র দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *