
ক্রাইম রিপোর্টার যশোর :
যশোর সদর উপজেলাধীন ১৪নং নরেন্দ্রপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড শ্রীপদ্দি ঘোড়াগাছা দাসপাড়ায় বাড়ী-ঘর ভাংচুর এর ঘটনা ঘটে, মামলার এজাহার ও সরজমিনে গিয়ে পাওয়া যায়, বাদি সুজন দাস (৩৩) পিতা-মৃত জীতেন দাস সহ ধীরেন দাস ও দীপক দাসের বাড়ী-ঘর ভাংচুর করে , আসামি ১।আবু সাঈদ(৫৫)ওরফে (সাঈদ মেম্বার) পিতা মৃত আজগার, সাং ঘোড়াগাছা শ্রীপদ্দি ২।রিপন ঘোষ(৪০) পিং অজ্ঞাত সাং লেবুতলা, ৩। মো: হাফিজুর রহমান (৪৫) পিং অজ্ঞাত সাং ঘোড়াগাছা শ্রীপদ্দি ৪।জাহিদ (৪০) পিং অজ্ঞাত সাং গোপালপুর সহ ১৫/২০ জন।
বাদী সহ উপস্থিত প্রতিবেশি ভাংচুরে বর্ণনা দিতে গিয়ে বলেন,পূর্ব কোন প্রকার নোটিশ ছাড়াই দেশীও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। দা,কাচি,শাপোল কোদাল, গাছী-দা, হায়সো প্রভিত।নিজেদের ঘর-বাড়ী বাঁচতে বাধা দিলে হামলাকারীরা বিশ্রী ভাষায় গালাগাল করে এবং হত্যার হুমকি দেয়। ০৫/০৪/২৫ ও ০৮/০৫/২৫ দুই দফায় হামলায় তিনটি পরিবারের আনুমানিক এক লক্ষ আশি হাজার টাকা ক্ষয়-ক্ষতি লক্ষ্য করা যায় ।
ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামাত ইসলামের সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী আর য়ারা উপস্থিত ছিলেন সদর উপজেলা অর্থ সম্পাদক আব্দুর রহিম আইন বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ইউনিয়ন আমির হাফেজ আশরাফুল ইসলাম ৪নং ওয়ার্ড সেক্রেটারি বিল্লাল হোসেন ইউনিয়ন যুব সেক্রেটারি হাফেজ হাবিবুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।এ মামলায় কোতয়ালি মডেল থানার ওসি তদন্ত মোঃ বাবুল আক্তার জানায়, মামলার এজাহার অনুযায়ী তদন্ত শুরু হয়েছে আসামীদের আটকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।