জনস্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে জাপানের ওসাকা যাচ্ছেন কেন্দুয়ার উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমদাদুল হক তালুকদার

লুৎফুর রহমান হৃদয়, বিশেষ প্রতিনিধি, নেত্রকোনা জেলা

আগামী ১৯ থেকে ২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে জাপানের ওসাকা শহরে অনুষ্ঠেয় “International Conference on the Advances in Public Health” এ নিজের গবেষণা উপস্থাপণের জন্য জাপান যাচ্ছেন নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ইমদাদুল হক তালুকদার। জাপানের সম্পূর্ণ অর্থায়নে সফল এ গবেষককে আমন্ত্রণ জানানো হয়েছে বান্দরবান জেলার উপজাতী তরুণীদের পানির সংকটের সময়ে মাসিক চলাকালে তাদের পানির অভাব কিভাবে তাদের মাসিকজনিত পরিচ্ছন্নতায় ঘাড়তি দেখা দেয় এবং এ সংক্রান্ত স্বাস্থ্য ঝুকির উপর ইউউএনও ও কারিতাস বাংলাদেশ কর্তৃক পরিচালিত গবেষণা সম্পর্কে আলোচনা করার জন্য।
ইউএনও জনাব ইমদাদুল হক তালুকদারের আন্তর্জাতিক প্লাটফর্মে যোগদান নতুন নয়৷ তার এক যুগের গবেষণা ক্যারিয়ার জীবনে তিনি অস্ট্রেলিয়া, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, স্পেন, ভিয়েতনাম, তুরস্ক, ইন্ডিয়া সহ নানা দেশে প্রায়ই আমন্ত্রণে যান কনফারেন্স ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেকচার দেয়ার জন্য যা বিশ্ব দরবারে বাংলাদেশী তরুণ এ গবেষকের কর্মকে ও দেশকে পরিচয় করায় সারা পৃথিবীর গবেষক, আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারসহ আন্তর্জাতিক মহলে৷
সরকারি চাকুরীর পাশাপাশি তিনি দেশের

কেন্দুয়া উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকবে ইউএনও, মদন। ২৬ তারিখ ফিরবেন কেন্দুয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ইমদাদুল হক তালুকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *